আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিপ্লবীরা গাদ্দাফী পন্থী সৈন্যদেরকে গাদ্দাফীকে হত্যা বা ধরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।
লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল গাদ্দাফী পন্থী সৈন্যদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছে যে, যে ব্যক্তি গাদ্দাফীকে হত্যা বা গ্রেপ্তার করতে পারবে তাকে ক্ষমা করে দেয়া হবে।
এছাড়া উক্ত কাউন্সিল গাদ্দাফীকে ধরিয়ে দেয়ার জন্য ১৬ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ধার্য্য করেছে।#